ব্রিটিশ স্কলারশিপ ২০২০-২১ | British Chevening Scholarship 2020-2021

it offers over 12,000 master’s courses at over 150 different higher education institutions in the uk.

ব্রিটিশ স্কলারশিপ ২০২০-২১ | British Chevening Scholarship 2020-2021

যুক্তরাজ্যে পড়ার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এতে অর্থায়ন করে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও এবং বিভিন্ন সহযোগী সংগঠন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও নেতৃত্বের যোগ্যতাসম্পন্নরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। ব্রিটেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে এক বছরের মাস্টার ডিগ্রি নিতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা ৬ই আগস্ট থেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে।



স্কলারশিপের আওতায় যা যা পাবেন

* টিউশন ফি
* মাসিক ভাতা
* নিজ দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার যাতায়াত  ভাতা
* ভিসা আবেদনের খরচ


আবেদনের যোগ্যতা-

১। অনার্সে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার পেতে হবে।
২। মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা।
৩। আবেদন করার জন্য ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  
৪। আইইলটিএসে ন্যুনতম ৬.৫ থাকতে হবে (প্রতি সেকশনে ন্যুনতম ৫.৫)।  

এছাড়া শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।


আবেদন করার নিয়ম-  

ইউকে গভর্মেন্ট স্কলারশীপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
আবেদন করতে ক্লিক করুন  এখানে । স্কলারশিপে আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে হবে। এরপর স্কলারশিপ অনলাইন আবেদনটি সম্পন্ন করতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্র:

  • লেটার ফরম্যাটে ইংরেজীতে লিখিত দুইটি রেফারেন্স
  • ভ্যালিড পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র
  • ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট (আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট)
  • প্রার্থী যেসব বিষয়ে মাস্টার্স করতে চায় এমন তিনটি বিষয়ের নাম।


এগুলো অনলাইন আবেদন করার সময় পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে। আর ফাইলের সাইজ ৫এমবি এর বেশী হওয়া যাবে না।